নাটোর প্রতিনিধি: নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ‘হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সিমিশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ ) সকাল এগারোটায় বাউয়েট ক্যাম্পাসের স্কাইলাইট হলে ইইই বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট এর ইইই বিভাগের প্রফেসর মোহাম্মদ আব্দুল গফফার খান। সেমিনারের শুরুতে বিভাগীয় বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম। তিনি আইট্রিপল ই বাউয়েট ব্রাঞ্চ এবং বাউয়েট রোবোটিক্স এন্ড অটোমেশন কাব এর নব গঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, অন্যান্য বিভাগের শিকমন্ডলী ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ। সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।