শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা মো. মতিউর রহমানের (৪৬) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের উপজেলা পরিষদের সামনে হামলার ঘটনা ঘটে বলে জানাযায়। এ ঘটনায় আহত মতিউর রহমান বাদি হয়ে হামলাকারী পরাগ আহমদের নামোল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেেিত পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আসামি পরাগ আহমদকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরাগ পৌরসভার পানিদার এলাকার আকদ্দছ আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন জলমহাল ইজারা সংক্রান্ত বিষয় ও জালিয়ার খাল বিল নিয়ে তদন্তের বিষয়ে আসামি পরাগ আহমদ হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা মো. মতিউর রহমানকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা পরিষদের সামনে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা মো. মতিউর রহমানকে পেয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান পরাগ। এতে ভূমি কর্মকর্তা মতিউর আহত হন। পরে স্থানীয়রা মতিউর রহমানকে হামলাকারী পরাগ আহমদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় রাতেই তিনি বাদি হয়ে বড়লেখা থানায় পরাগ আহমদের নামোল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার পরিপ্রেেিত পুলিশ আসামি পরাগ আহমদকে গ্রেপ্তার করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার বিকেলে বলেন, হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা মো. মতিউর রহমানের উপর হামলার ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ আসামি পরাগ আহমদকে গ্রেপ্তার করেছে।