মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ ক্রিকেটের প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নতুন নিয়ম পরিবর্তনের ফলে দীর্ঘদিনের এক বিতর্কিত বিষয়ের অবসান হচ্ছে। এমসিসির সভায় প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে ক্রিকেটের বেশকিছু নিয়ম পরিবর্তনের বিষয়টি। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো বাস্তবায়িত করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
পরিবর্তিত নিয়ম অনুযায়ী ‘মানকাডিং’ নিয়ে আর বিতর্ক থাকছে না। এই নিয়মকে এখন থেকে স্বাভাবিক ‘রান-আউটের’ স্বীকৃতি দিতে চলেছে এমসিসি।এবার থেকে নন-স্ট্রাইকে থাকা ব্যাটারকে ডেলিভারির আগেই বোলার রানআউট করলে তা ‘অনৈতিক বা ক্রিকেটের অপরিপন্থী’ বলে বিবেচিত হবে না। বরং ব্যাটারকে স্বাভাবিক নিয়মে রানআউট দেবেন আম্পায়ার।
আইসিসির নিয়মে এতদিন ধরে মানকাডিংকে ল-৪১ অনুযায়ী ‘আন-ফেয়ার প্লে’ হিসেবে চিহ্নিত করা হতো। তবে এবার থেকে তা বিবেচিত হবে ‘ফেয়ার প্লে’ হিসেবে। ল-৩৮ অনুসারে মানকাডিংকে স্থানান্তরিত করা হচ্ছে রানআউটের কোটায়।দীর্ঘদিন ধরে মানকাডিং নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে, ২০১৯ আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন ইংলিশ ব্যাটার জস বাটলারকে মানকাডিং করার পর সেই বিতর্কের আগুনে ঘি পড়ে। যার রেশ ছিল দীর্ঘদিন।