শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে পণ্যসামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মো. নেছার আহমদ। এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উপস্তিত ছিলেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মৌলভীবাজা জেলার ৭টি উপজেলায় ও ৫টি পৌরসভায় ৭২ হাজার ৪২৬ টি পরিবার টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারবেন। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ট্রাকসেলের মাধ্যমে ১২টি বিক্রয় কেন্দ্রে বিক্রি করা হবে (নির্দিষ্ট কার্ড ধারীরা ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারবে)। দুটি ধাপে এই পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। প্রথম ধাপে ৩ টি পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে। এর মধ্যে ৫৫ দরে চিনি কেজি, ৬৫ টাকা দওে মশুর ডাল ২কেজি, ১১০ টাকা দরে তেল ২লিটার প্রতি কার্ডধারী ক্রয় করতে পারবেন। পরের ধাপে এ তিন পণ্যের সাথে ছোলা যুক্ত হবে।