মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ পার্বতীপুর উপজেলায় লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খননকাজের উদ্বোধন করা হয়েছে। মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর চেয়ারম্যানপাড়া গ্রামসংলগ্ন ইছামতি নদীর পাশে খনিটির অবস্থান চিহ্নিত করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ মার্চ) খননকাজের উদ্বোধন করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল বাকী খান মজলিশ।
ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক আলী আকবর বলেন, নতুন খনিতে লোহার কাঁচামাল আকরিকের পুরুত্ব অনেক বেশি।
তাই লোহার সঙ্গে তামাসহ অন্য মূল্যবান সম্পদ পাওয়ার আশা করা হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
কূপ খননকাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ পরিচালক (ড্রিলিং প্রকৌশলী) শহিরুল ইসলাম। কালেরকন্ঠ
আব্দুল বাকী খান মজলিশ বলেন, বাংলাদেশ খনিসমৃদ্ধ দেশ নয়, এ দেশে খনিজ সম্পদের সম্ভাবনাও কম। সম্ভাবনা যাই থাকুক না কেন, আমরা আশাবাদী। আমাদের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কাজই হচ্ছে আশা ও সম্ভাবনাকে বাস্তবে রূপান্তর করা। তাই এখন শুধু সম্ভাব্যতা যাচাই চলছে। খননকাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে।