শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর বাস্তবায়নে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অংশ গ্রহণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার র্যালী শেষে শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, জাতীয় পার্টি সভাপতি মোস্তাজুর রহমান বাদশা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ বেলজার হোসেন বেনজির,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, নির্বাচন অফিসার আনিসুর রহমান, উজেলা সমাজসেব কর্মকর্তা সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শিবগঞ্জ সরকারি এম.এই কলেজ মাঠে শিবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আয়োজনে ইনচার্জ বেলজার হোসেন ও লিডার সাইফুল ইসলাম, শামছুল আলম ও ফায়ার সার্ভিসের সদস্যদের অংশ গ্রহণে অগ্নি নির্বাপন ও ভূমিকম্পন বিধ্বস্ত এলাকা হতে আহতদের উদ্ধারের বিভিন্ন কলা কৌশল ও আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।