শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলে বঙ্গবন্ধুর মানস কন্যা, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিজ উদ্যোগে দেশব্যাপী ১কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম এর অংশ হিসাবে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার দুইটি স্থানে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ মাঠ ও পৌর এলাকার শব্দলদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ২টি পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ট্যাগ অফিসার মাহফুজুর রহমান, ডিলার রিপন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সামছুন নাহার ও সামছুল মোল্লা, সাংবাদিক আব্দুর রউফ রুবেল প্রমুখ। বক্তরা বলেন এ উপজেলায় আজ থেকে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। শুধুমাত্র পরিবার ( ফ্যামিলি) কার্ডধারীগণ নির্দিষ্ট পয়েন্টে কার্ড দেখানোর প্রেেিত পর্যায় ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় নির্দিষ্ট সময়ে পণ্য ক্রয় করতে পারবেন। তারা আরো বলেন প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টা সফল করে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতে সকলের সহযোগিতা কামনা করেন।