শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ স্থানীয় সরকারি প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অর্থায়নে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর হালিম শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার নজমুল হক মিঠু বলেন, বিদ্যালয় ভবনের ৯০ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। এব্যাপারে মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, বিদ্যালয় ভবনটি দ্রুত গতিতে কাজ করায় আমরা খুশি। এ ভবনটি নির্মাণ করায় অত্র এলাকার সাধারণ মানুষের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করতে পারবে।