মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যয় নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি -বেসরকারী প্রতিষ্ঠান, জেলা আইনজীবী সমিতি, প্রেসক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ৮ ঘটিকায় শেরপুর মুক্তিযুদ্ধের স্মৃতি স্টেডিয়ামে শারিরীক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারিরীক কসরত ও কুচকাওয়াজ প্রদর্শন করে। একইদিন দুপুর ১২ঘটিকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ীতেও অনুরুপভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।