শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মোলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে সমাজ সেবা কার্যালয় কতৃক বাস্তবায়নকৃত এককালিন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ৪ টি চা বাগানের ৭৪৪ টি চা শ্রমিক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৩৮ লক্ষ ৭০ হাজার টাকা এককালিন অনুদান প্রদান করা হয়। বুধবার (৯ মার্চ) দুপুরে অনুদান প্রদান অনুষ্টানে মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এসময় প্রধান অথিতি উপকারভোগী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগান, বৌলাছড়া চা বাগান, সাইফ চা বাগান, দিনারপুর চা বাগানের ৭৪৪ জন চা শ্রমিকদের মাঝে এসব অনুদানের অর্থের চেক বিতরণ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনগণ ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।