শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৫০০পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটক মাদক কারবারি নবীগঞ্জ উপজেলার পানিউমদার রজত উল্লাহর ছেলে আনোয়ার মিয়া।
শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মো. বদিউজ্জামানের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের নবীগঞ্জ রোডে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।