শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৩টি কালভার্ড ও ২টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বেলতলী এলাকায় সড়ক বিভাগের আয়োজনে শ্রীমঙ্গল অংশের এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সড়ক বিভাগ সুত্র জানায়, মৌলভীবাজার সড়ক উন্নয়ন প্রকল্প ( সিলেট জোন) এর আওতায় কুলউড়া – শমসেরনগর -শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল অংশে সড়কে বাস্তবায়নাধীন ১৩ টি কালভার্ট নির্মাণ কাজে ২৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।