মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ নিজের পরিচালিত তৃতীয় নাটক দিয়েই একাধারে দুটি সম্মাননা পেলেন তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’-এ ‘বিলোপ’ নাটকের জন্য শ্রেষ্ঠ নাট্যকার ও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন তিনি। শুধু তাই নয়, একই নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার উঠেছে অভিনেতা আফরান নিশোর হাতে। এমন সম্মাননায় আবেগাপ্লুত মারুফ হোসেন সজীব নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘‘বিলোপ’ নাটকটি আমার কাছে শুধু একটি কাজ নয়, ভালোবাসা। এই কাজটি আমাকে অনেক কিছু দিয়েছে। কাজটি করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। কাজটির সঙ্গে জড়িত প্রত্যেককে আমি আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। বিশেষ করে নিশো ভাইয়া এবং মেহজাবীন আপুকে, কারণ তারা দুজন আমাকে সাপোর্ট না করলে হয়তো কাজটি এত সুন্দরভাবে করতে পারতাম না। তাদের দুজনের প্রতি কৃতজ্ঞ।
আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই আমার প্রথম পুরস্কার কিংবা সম্মাননা। একটা পুরস্কার শুধুমাত্র একটি সম্মান নয়, অনুপ্রেরণাও। এমন সম্মাননা প্রাপ্তিতে কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বেড়ে গিয়েছে। চেষ্টা থাকবে সামনে এর চেয়েও ভালো কিছু করার।’ এই নির্মাতা জানান, তিনি পরিচালনা শুরু করেন ২০১২ সালে। তার নির্মিত প্রথম নাটক ‘জনারণ্যে জোনাকি’, এখানে অভিনয় করেছিলেন আফসান আরা বিন্দু। এরপর ২০২০ সালে নির্মাণ করেছিলেন ‘ফ্রোজেন কার’, অভিনয়ে ছিলেন মাজনুন মিজান, আজাদ আবুল কালাম প্রমুখ। এরপর ২০২১ এ নির্মাণ করেন ‘বিলোপ’, অভিনয়ে ছিলেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী এবং ‘আধারী’ তে ছিলেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির।
তিনি বলেন, আমি ২০১২ সালে প্রথম নাটক নির্মাণ করি। নাটকটি থেকে সেসময় ভালো সাড়াও পেয়েছিলাম কিন্তু সেসময় আমার মনে হয়েছিলো আমার আরও স্টাডি প্রয়োজন। এরপর আমি মুম্বাইতে ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে পড়াশোনা শুরু করি, বিভিন্ন কোর্স করি। সেসব পড়াশোনাগুলো এখন নির্মাণের ক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্প করছে। দোর্ঘ একটা সময় পড়াশোনার পেছনে ব্যয় করেছি। এরপর আবার নির্মাণ করি আমার দ্বিতীয় নাটক ‘ফ্রোজেন কার’, ২০২০ সালে। এরপর ’২১ সালে এসে নির্মাণ করি ‘বিলোপ’ ও ‘আধারী’ নাটক। নিজের তৃতীয় নাটক থেকে একসঙ্গে তিনটি পুরস্কার আমার জন্য অনেক বড় সম্মানের এবং প্রাপ্তির। নিশো ভাইয়াকেও অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। চ্যানেল আই প্রাঙ্গণে আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে বসেছিল চ্যানেল আই-স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ এবং অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার।