সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ সন্ত্রাসী হামলায় পাবনার সুজানগর পৌসভার টিকাদান কর্মচারী আল-আমিন হোসেন খুন হওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সুজানগর পৌরসভার উদ্যোগে পৌর ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, মরহুম আল-আমিনের স্ত্রী মুন্নি খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী, সচিব গোলাম নবী, কাউন্সিলর আব্দুর রহিম, পৌরসভার প্রধান সহকারী মাসুদ রানা ও কর আদায়কারী সরদার বাবুল হোসেন। এছাড়া এদিন মরহুম আল-আমিনের পরিবার ও প্রতিবেশিদের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে শতশত নারী অংশ নিয়ে খুনিদের গ্রেফতার করাসহ বিভিন্ন স্লোগান দিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য গত সোমবার দুপুরে উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা মৃত- আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে উক্ত আল-আমি ও তার বড় ভাই পৌর আওয়ামী লীগের সদস্য পাবনা আমলী আদালত-৩’এ একটি মামলার সাক্ষী দিয়ে সিএনজিযোগে বাড়ি ফেরার সময় পাবনা-সুজানগর সড়কের আতাইকুলা নামকস্থানে সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আল-আমিনের মৃত্যু হয়।