এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
ধর্ম মন্ত্রনালয় ও হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্ট কর্তৃক বরাদ্দে ১০ লাখ টাকা ব্যয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বেণী মাধব আশ্রমে মন্দির নির্মান কাজের উদ্ধোধন করা হয়। রোববার দুপুরে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার নির্মান কাজের উদ্ধোধন করেন। এই উপলক্ষে বেণীমাধব আশ্রম প্রাঙ্গনে এক আলোচনা সভা আশ্রম কমিটির সভাপতি শুশীল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জার্জিস আলম রতন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, কাউন্সিলর আলাউদ্দীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা প্রমূখ।