সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ “মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে গতকাল বৃহস্পতিবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালি, অগ্নিকা- নিয়ন্ত্রণ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় স্থানীয় শিা প্রতিষ্ঠানের শিার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া ওই র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর এনএ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, আ’লীগ নেতা ইউনুস আলী বাদশা, ফেরদৌস আলম ফিরোজ ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ভারপ্রাপ্ত লিডার মতিউর রহমান। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা অগ্নিকা- নিয়ন্ত্রণ বিষয়ক মহড়া প্রদর্শন করে।