সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যার পর লাশ গুমের মামলায় জাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি অভিযানিক দল ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সুজানগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেফতারকৃত আসামী শামীম শেখ (৩৫) উপজেলার গাবগাছি গ্রামের শহিদ শেখের ছেলে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, ২০০৯সালে উপজেলার গাবগাছি গ্রামের রাকিব আল-কুদ্দুস রিকুর চতুর্থ শ্রেণিতে পড়–য়া মেয়েকে উক্ত শামীম ধর্ষণ করে হত্যার পর লাশ গুম করে। এ ঘটনায় সুজানগর থানায় শামীমসহ তিন ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত শামীমকে জাবজ্জীবন সাজা ও এক লক্ষ টাকা জরিমানা করেন। এ ঘটনার পর ধর্ষক শামীম গা-ঢাকা দেয়। দীর্ঘদিন দেশেে বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়ে থাকার এক পর্যায় ওইদিন গভীর রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি অভিযানিক দল ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামীকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।