সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ চাল, ডাল এবং তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির চিত্র তুলে ধরে পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ একেএম সেলিম রেজা হাবিব লিফলেট বিতরণ করেছেন। গতকাল শনিবার বিকালে তিনি সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে ওই লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে তিনি ব্যবসায়ী ও ভোক্তাদের বর্তমান সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানান। এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম, আহম্মদ আলী লাটু প্রামাণিক, আব্দুল গণি, মোশারফ হোসেন বাদশা, উপজেলা কৃষক দল নেতা আনিসুর রহমান খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, কামরুল ইসলাম শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুল হক ফজলু, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, রতন বিশ্বাস, উপজেলা ছাত্রদল নেতা আলম খান, শেখ কাওসার আহমেদ, গাজী মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা এসএম আফতাব, সবুজ শেখ, সংগ্রাম প্রমুখ।