মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনা কল্যাণ সংস্থা। অ্যাকাউন্টস অফিসার পদে লোক নেবে সংস্থাটি। পদসংখ্যা অনির্ধারিত। এ পদের জন্য ফিন্যান্স/ অ্যাকাউন্টিংয়ে এম.কম/ এমবিএ ও সিএ/ সিএমএ আংশিক পাস হতে হবে। এছাড়াও ৮-১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৫ বছর উৎপাদনমুখী শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থার পলিসি অনুসারে চুক্তিভিত্তিক এ চাকরির বেতন নির্ধারণ করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১০ এপ্রিল। আগ্রহীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি এই-মেইলে (hrd@senakalyan.com) পাঠাতে হবে।