মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ রাষ্ট্রীয় মর্যাদায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের শেষকৃত্য হবে তার স্মৃতিবিজড়িত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই আনুষ্ঠানিকতা করা হবে বলেও জানানো হয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমে। মেলবোর্নে ওয়ার্নের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবেন অন্তত এক লাখ মানুষ।ওয়ার্নের স্মৃতিতে ইতোমধ্যেই এমসিজির বিখ্যাত সাউদার্ন গ্যালারিকে ‘শেন কিথ ওয়ার্ন স্ট্যান্ড’ নামকরণ করেছে কর্তৃপক্ষ। বল অব দ্য সেঞ্চুরির মালিক ওয়ার্নের আত্মার শান্তি কামনায় শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবে তার পুরো পরিবার।
ওয়ার্নের জন্মস্থান মেলবোর্ন ছিলো তার কাছে স্মৃতিবিজড়িত এক স্থান। এমসিজিতে ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করা ওয়ার্ন নিজের টেস্ট ক্যারিয়ারের ৭০০ তম উইকেটটিও নিয়েছিলেন নিজের ঘরের মাঠেই।
এদিকে মেলবোর্নে ওয়ার্নের শেষকৃত্য হবে কি না তা এখনও নিশ্চিত করে না জানালেও তার মতো কিংবদন্তি ক্রিকেটারের শেষকৃত্যর জন্য মেলবোর্নই উপযুক্ত স্থান বলে জানিয়েছেন ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরসকাইন।গত ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে থাইল্যান্ডে মারা যান কিংবদন্তি এই লেগ স্পিনার। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর মেলবোর্নের ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ওয়ার্ন।