হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি) এর মার্কেটিং বিভাগের ২০২১ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে আজ(বুধবার)।
নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর রাফিয়া আক্তার,মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আবুল কালাম,অধ্যাপক ড.মো: জামাল উদ্দীন,বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড.মো: শামীম হোসেন,সহকারী অধ্যাপক মো: আব্দুর রউফ,প্রভাষক শেখ মোহাম্মদ শহিদুজ জামান সহ অনেকেই।এছাড়া প্রোগ্রামে উপস্থিত ছিলেন ১৮,১৯,২০ ও ২০২১ ব্যাচের শিক্ষার্থীরাও।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করা হয় এবং নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ২০ ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষকদের গুরুত্বপূর্ণ আলোচনা এবং সাংস্কৃতিক পর্বের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘটে।