এএফএম মমতাজুর রহমান আদমদীঘি বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় সান্তাহার পৌরসভার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার পৌর সভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু । সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল করিম, পৌরসভার ১নং প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ২নং প্যানেল মেয়র আলহাজ্ব মোমতাজ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, আলাউদ্দীন, কামরুল ইসলাম, পৌর ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল জোয়াদ্দার প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও পৌর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।