মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে এই একটা ম্যাচ বাড়তি গুরুত্ব পেয়ে থাকে বিশেষ দুই ক্রিকেটারের উপস্থিতির কারণে। তারা হলেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি। এতদিন আইপিএলে দলের নেতৃত্বে ছিলেন ধোনি।কোহলিও অধিনায়ক ছিলেন দীর্ঘদিন। এখন অবশ্য তাঁরা কেউই আর নেতৃত্বে নেই।গত আইপিএলেও এই দুই ক্রিকেটারকে টস করতে দেখা গিয়েছিল। এ বার তাঁরা শুধুই দলের একজন ক্রিকেটার হিসেবেই খেলতে নামবেন। কিন্তু তা সত্ত্বেও যে এই দুই কিংবদন্তির দ্বৈরথের উপরে নজর থাকবে ক্রিকেট বিশ্বের, তা বলাই বাহুল্য।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় পাওয়াটা চেন্নাইয়ের কাছে যতটা গুরুত্বপূর্ণ, বেঙ্গালুরুর কাছে ততটা নয়। প্রথম চার ম্যাচ হারার পরে প্লে-অফে ওঠার আগেই বিদায়ের শঙ্কায় রয়েছে ধোনিরা। আজ হারলেই বিদায় নেওয়ার খুব কাছে চলে যাবে চার বারের চ্যাম্পিয়নরা।
এই অবস্থায় প্রশ্ন উঠেছে রবিন্দ্র জাদেজার নেতৃত্ব নিয়েও। এই প্রসঙ্গে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনির জায়গায় জাদেজাকে অধিনায়ক করাটা একটা বড় সিদ্ধান্ত ছিল। এতো বছর ধরে ধোনি দলকে নেতৃত্ব দিয়ে এসেছে। তবে একটা ভালো দিক হলো, ধোনি এখনও খেলছে। এবং জাদেজাকে সাহায্য করছে। আমি জানি, দুজনের মধ্যে নেতৃত্ব নিয়ে সব সময় কথা হচ্ছে। ’