এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১২ পিচ অ্যাম্পুলসহ ফিরোজ হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃত ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের দীঘিরপাড় এলাকার মৃত বুলু মিয়ার ছেলে। বুধবার বেলা সাড়ে ১২ টায় সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরির্দশক (এসআই) রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফিরোজ হোসেনের দেহ তল্লাশী করে ১২ পিচ অ্যাম্পুলসহ তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।