মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্য সূচকের ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। সূচকের এই উত্থান তো একটু পরই পতন এভাবে চলছে লেনদেন।ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে লেনদেন চললেও প্রথম আধাঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় রয়েছে। তবে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে ৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমার তালিকায় নাম লিখিয়েছে। আর লেনদেন হয়েছে একশ কোটি টাকার বেশি।