উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি
‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর হক, মেডিকেল অফিসার বিষাদ চন্দ্র সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার। উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জয়নুল আবেদীন, পরিসংখ্যানবিদ শহিদুর রহমান, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধি নিভা রাণী প্রমুখ।##