মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নতুনবাজার এলাকায় রামনগর ভাড়ানি খালের ওপর নির্মিত সেতুতে চলাচলের জন্য তৈরি করা সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে। এতে করে আরো দুর্ভোগ বেড়েছে বলে জানা গেছে। তবে জানা গেছে সিঁড়ি সরানো হয়েছে নতুন করে সংযোগ সড়ক নির্মাণের জন্য। গত রবিবার দুপুরে সেতুটির দুই পাশের সিঁড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেন শ্রমিকেরা।গতকাল সোমবার সেখানে বালু ফেলা হয়।
প্রায় ৬০ লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয় সেতু। বড় অংকের অর্থ ব্যয় হলেও সেতুর একপাশে ওঠা-নামার জন্য সংযোগের সড়কের বদলে বানানো হয়েছিলো সিঁড়ি। সেতুটি নির্মাণের পর এলাকাবাসীর জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও, এটিই এখন ভোগান্তির কারণ। ব্যাপক সমালোচনার মুখে সিড়িটি ভেঙে ফেলে এলজিইডি বলছে, শিগগিরই শুরু হবে সংযোগ সড়কের কাজ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, সেতুর সিঁড়ি ভেঙে সেখানে সংযোগ সড়ক নির্মাণ করা হবে। দুই পাশে সংযোগ সড়ক করার মতো প্রয়োজনীয় জায়গা না থাকায় দুই পারের মূল সংযোগ সড়কের সমপরিমাণ উঁচু করা হবে। এরপর গতিরোধকের মতো করে ঢালু করে যান চলাচলের উপযোগী করা হবে।
বরিশালের বাকেরগঞ্জ থেকে বরগুনার বেতাগী উপজেলায় যেতে আঞ্চলিক মহাসড়কের চামটা নতুন বাজার এলাকায় রামনগর ভাড়ানি খালের ওপর ২৭ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ শেষ হয় মাসখানেক আগে। লোহার অবকাঠামোর ওপর সিমেন্টের তৈরি এ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে।