মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
মুজিববর্ষের উপহার হিসেবে সারা দেশের ন্যায় দিনাজপুর ঘোড়াঘাটে তৃতীয় দফায় ৫০০ টি পরিবারের মধ্যে ২৮২ টি ভূমিহীন-গৃহহীন পরিবার কে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিলেন স্বপ্নের নিজস্ব ঠিকানা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসাবে ভূমিহীন, গৃহহীন এসব পরিবারকে বিনামূল্যে নীল, লাল ও সবুজ টিনশেডের দুই শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে দুস্থ ও অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হলো।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপকারভোগীসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ।