মনোয়ার বাবু (ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভাতছালা গ্রামে প্রতিবন্ধী যুবককে গাছে বেধে মারপিটের ঘটনা ঘটেছে। নির্যাতনের স্বীকার সুমন মিয়া (২৫) উপজেলার ২নং পালশা ইউনিয়নের ছয়ঘট্টি গ্রামের লতিফ মিয়ার ছেলে।শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দিয়েছে আহত সুমনের পরিবার।
স্থানীয় লোকজন জানায়, মাছ ধরাকে কেন্দ্র করে ভাতছালা গ্রামের শাহারুল ইসলাম,মোস্তাফিজুর এবং ফারাজ আলী প্রতিবন্ধী সুমনকে একটি গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন করে।
শনিবার রাতে সরেজমিনে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সুমন বলে আমার পুরো শরীরে লাঠি দিয়ে মারছে। চোখেও টর্চলাইট দিয়ে মারছে আমাকে। আমি গুরুত্বর অসুস্থ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, শনিবার রাতে পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। একজন তদন্ত কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।