রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ বাঙালি জাতির গৌরব ও ঐতিহ্যের বাংলা নববর্ষ ১৪২৯ উৎযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে ফিরে আসে। মাহে রমজান উপলক্ষে স্বল্প পরিসরে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার ভুমি জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা আ” লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, তাঁতী লীগের সভাপতি শাহজাহান সরকার বুলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আনজারুল হক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাকিব, আরমিন জাহান, পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা বাংলা নববর্ষ ১৪২৯ উৎযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার র্যালীতে অংশ গ্রহণ করেন।