- Muktinews24 - https://muktinews24.com -

দেশে ফিরছেন টাইগাররা

মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার।বুধবার (১৩ এপ্রিল) সকালে প্রথম ধাপে দেশে ফেরেন আট ক্রিকেটার। বাকিরা দুই ধাপে ভাগ হয়ে দেশে আসবেন আগামীকাল।প্রথম ধাপে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান। তাদের সাথে দলের একজন স্টাফও ফিরেছেন।

খেলোয়াড়েরা ফিরলেও ছুটিতে থাকবেন কোচরা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকাতেই থাকবেন। অন্যদিকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচরা।

দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৫ মে চট্টগ্রামে। ২৩ মে মিরপুরে স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।