ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে স্মরনিকা প্রকাশনা উপ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত প্রকাশনা উপ কমিটির আহবায়ক সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উক্ত কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান স্বপন, সদস্য আমিরুল ইসলাম কবির,ফেরদাউছ মিয়া, নুর মহব্বত সরকার, আশরাফুজ্জামান সরকার, মোমেনুর রশিদ সরকার সাগর,বিদুষ চন্দ্র রায় ও পাপুল সরকার। উক্ত সভায়, স্মরনিকা প্রকাশের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উল্লেখ্য, গত ফেব্রুয়ারী ২০২২ ইং মাসিক কার্যনির্বাহী কমিটির সভার অনুমোদন ক্রমে এই উপ কমিটি গঠন করা হয়।কমিটি আগামী ২০ কার্য্য দিবসের মধ্যে স্মরনিকা প্রকাশের যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ পুর্বক নির্বাহী কমিটির নিকট হস্তান্তর করবে।