সোহেল সানী: দিনাজপুরের পার্বতীপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক সেবা জোরদারকরন বিষয়ক দিনব্যাপী অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্যবস্থাপনায় পার্বতীপুর উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত। এতে সভাপত্বি করেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর-য়ুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার পরিকল্পনা দিনাজপুর জেলা উপ-পরিচালক মমতাজ বেগম, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও পার্বতীপুর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি কর্মর্কতা সাহিদা খাতুন মনা প্রমুখ। কর্মশালায় অংশ নেন সাংবাদিক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারি পরিদর্শক, মিডওয়াইফ, উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধিগন।