মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩ হাজার কৃষকের প্রত্যোককে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রতিটি কৃষক প্রাপ্ত বীজ ও সার প্রয়োগ করে ৫০ শতাংশ জমিতে আউশ ধান রোপণ করতে পারবে।