ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের খুলনার পরিচলাক মো. গিয়াস উদ্দিনসহ মোট চার জন। ঢাকা-খুলনা মহাসড়কে ফকিরহাটের সাধের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যদর্শীরা জানান, মাওয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি কালো রঙের প্রাইভেটকার খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। মুহুর্তে গাড়িটি দুমড়ে মুসড়ে উল্টে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ জানান, মো. গিয়াস উদ্দিনের নাক থেকে রক্ত ঝড়ায় সিটিস্ক্যান ও উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।