ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল সোমবার বিকেলে ফুলবাড়ী ডিগ্ৰি মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপির সহ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সঞ্চালনায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম বেবু সহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।