মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ নওগাঁর বদলগাছীতে ১২শ আউশ চাষিদের মাঝে বিনামূলে ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। আজ ১৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মোঃ হাসান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু রায়হান, রশিদুল ইসলাম, আবু সাইদ প্রমূখ।
উপজেলা কৃষিবিদ হাসান আলী বলেন, ২০২১-২২ অর্থবছরে খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে।
চলতি অর্থ বছরে বদলগাছী উপজেলায় ১৪৯৫ হেক্টর জমিতে আউশ চাষ আবাদ লক্ষমাত্রা নিধারণ করা হয়েছে।
বদলগাছী উপজেলার ১২’শ আউশ চাষিদের মাঝে এই প্রনোদণা বিতরণের উদ্বোধন করা হয়।