মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ৩টি পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেয়া হবে। এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আগ্রহীরা এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৩০ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।৩ পদের মধ্যে হার্মফুল প্র্যাকটিসেস প্রোগ্রাম-কো অর্ডিনেটর হিসেবে নিয়োগ দেয়া হবে ৭ জনকে। বেতন সাকল্যে ৭০,০০০ টাকা।চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর পদে ৭ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন সাকল্যে ৩৫,০০০ টাকা।চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্লাব অর্গানাইজার হিসেবে ৭২ জনকে নিয়োগ দেয়া হবে। বেতন সাকল্যে ৩৫,০০০ টাকা।প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।