মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। সোমবার রাত অনুমান ৭টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম সদর থানার ৬নং একাটুনা ইউনিয়নের নিধিরমহল গ্রামের ফেরদৌস মেম্বারের বাড়ীর দণি পাশ থেকে লাল মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সম হয়েছে। গ্রেফতারকৃত লাল মিয়া নিধির মহল গ্রামের মৃত মেজান মিয়ার ছেলে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ৫০ পিস ইয়াবাসহ লাল মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।