মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তাই বর্তমানে অধিকাংশ মানুষই বেশির ভাগ সময় অনলাইনে থাকতে চায়। এজন্য অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি নানা ধরনের মোবাইল ডিভাইস ব্যবহার করেন। এর মধ্য বহুল ব্যবহৃত একটি ডিভাইস হল ওয়াইফাই। তবে অনেক সময় বিভিন্ন কারণে তা পুরোদমে ব্যবহার করা সম্ভব হয় না।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে ওয়াইফাই নেটওয়ার্ক শক্তিশালী করা যায়-
রাউটার আপগ্রেড: পুরনো অনেক রাউটারই ধীরগতিতে ইন্টারনেট সরবরাহ করে। আর এ সীমাবদ্ধতা দূর করার জন্য প্রয়োজন দ্রুতগতির রাউটার। এক্ষেত্রে আপনার রাউটারের গতি দেখে নিন। এটি যদি আপনার ইন্টারনেটের লাইনের তুলনায় কম গতির হয় তাহলে রাউটার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
রাউটারের অবস্থান: ডিজিটাল ডিভাইসগুলোর সবচেয়ে কাছাকাছি স্থানে কোনও বাধা ছাড়া রাউটার রাখার চেষ্টা করুন। বাড়িতে বহু ভারি ফার্নিচার থাকলে সেগুলোর আড়ালে নয় বরং সেগুলোর উপরে রাউটার বসান। এতে বাধামুক্তভাবে রাউটার আপনার ডিভাইসগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারবে। এছাড়া বাড়ির এক প্রান্তে না রেখে তা বাড়ির মাঝামাঝি স্থানে বসানোই যুক্তিসঙ্গত।