মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী।আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটর সাইকেলের আরোহী হনুফা ও এনামুলের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অনিক নামের একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।