মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ কুড়িগ্রামের রাজীবপুরে ঝড়ের সময় গাছচাপায় সুফিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে ওই গৃহবধূর ওপর। সঙ্গে সঙ্গে তাঁকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের ঘটনা এটি।নিহত গৃহবধূর স্বামী দুলাল মিয়া। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে আছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদন জানিয়ে সরকারিভাবে সাহায্যের আশ্বাস দেন।কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি ধসে পড়ে। অসংখ্য গাছপালা ভেঙে যায়। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরজনপদের তিনশতাধিক কাঁচাঘরবাড়ি ধসে পড়েছে বলে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যদের কাছ থেকে জানা গেছে।