শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পালিত হলো ‘জাগ্রত হোক মানবতাবোধ’ শীর্ষক অনুষ্ঠান।
বৃহস্পতিবার দিনব্যাপী আমতলী মডেল স্কুলের আয়োজনে ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী’র সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (পরিচালক র্যাব-৪) মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ সার্কেল) তানভির আহমেদ, ট্রপিক্যাল হোমস্ লিঃ চেয়ারম্যান ডা. রেজাউল করিম, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালক মীর মহরম আলী, প্রধান শিক্ষক আলম হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তার, মীর রওশন আলী, শিক্ষক আব্দুল হান্নান, দুলাল চন্দ্র অধীকারী প্রমুখ।