মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ খেলাঘরকে ৬ উইকেটে হারিয়ে দারুণ শুরু করে টানা ৪ জয়ের পর হোঁচট খেয়েছে শেখ জামাল ধানমন্ডি ৫ম রাউন্ডে। মোহামেডানের কাছে ৫ উইকেটে হারটাই তাতিয়ে দিয়েছে ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডিকে।টানা ৫ জয়ে প্রথম পর্ব শেষ করে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে শেখ জামাল ধানমন্ডি (১০ ম্যাচে ১৮)। আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শিরোপায় চোখ রেখে এবার সুপার লিগ শুরু করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে ব্যাটিংটা ভাল হয়নি শেখ জামাল ধানমন্ডির। ইমরুল কায়েসের ৮৯ বলে ৬১ ছাড়া ব্যাটিংয়ে দলের প্রয়োজন মেটাতে পারেনি কেউ।
সিটি ক্লাবের আবদুল হালিম (৩/৪১) এবং মুমিনুল সোহেলের (৩/৩৮) বোলিংয়ে থেমেছে শেখ জামাল ১৯৭ রানে। এই পুঁজি দিয়েই রবিউল (৩/১৯), জিয়াউর (২/১৫) এবং পারভেজ রসুলের (২/২৩) বোলিংয়ে সিটি ক্লাবকে ১৪৪ রানে অল আউট করেছে শেখ জামাল।সিটি ক্লাব অধিনায়ক জাওয়াদ রোয়েন (৫১ বলে ৪৫) ছাড়া আর কেউ দলের প্রয়োজন মেটাতে পারেননি। এই ম্যাচ হেরে রেলিগেশন লিগ খেলতে হচ্ছে সিটি ক্লাবকে (১০ ম্যাচে ৬ পয়েন্ট)।
শেখ জামাল ধানমন্ডি : ১৯৭/১০ (৪৬.২ ওভারে)
সিটি ক্লাব : ১৪৪/১০ (৪৩.১)
ফল : শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ইমরুল কায়েস (শেখ জামাল ধানমন্ডি)।