শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটককৃত মাদক কারবারির নাম সুরঞ্জন বিশ^াস। সে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ (ডিগাপাড়া) গ্রামের বিক্রম বিশ^াসের ছেলে। বুধবার (১২ মার্চ) মধ্যরাতে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির এর নেতৃত্বে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই সোহেল ও মোক্তাদির গোপন সংবাদ পেয়ে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগান এলাকা থেকে মাদক কারবারি সুরঞ্জন বিশ^াসকে আটক করেন। এসময় আটকৃতের কাছ থেকে ৮কেজি ৮২০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, বিশেষ অভিযানে প্রায় ৮ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।