সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর থানা পুলিশ গণধর্ষণ মামলার আসামী দুই ধর্ষককে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার নাজিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষকরা হলো উপজেলার নওগ্রামের মৃত-ইসমাইল সরদারের ছেলে জিয়া সরদার (৩৮) ও মহনপুর গ্রামের মৃত- আমদ আলী ওরফে গুরা শেখের ছেলে ওয়াজেদ আলী শেখ (২৭) সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, উপজেলার মহনপুর গ্রামের অসুস্থ জনৈক ব্যক্তি গত সোমবার চিকিৎসার জন্য তার স্ত্রীকে সাথে নিয়ে ঢাকায় যান। এ সময় তারা তাদের এক মেয়েকে বাড়িতে রেখে যান। ওইদিন রাতে উক্ত মেয়ে তার এক চাচাতো বোনকে সাথে নিয়ে তাদের বসত ঘরে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সে ঘরের বাইরে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আগে থেকেই সেখানে অবস্থান করা উক্ত জিয়া সরদার ও ওয়াজেদ আলী তাকে পিছন থেকে জোরপূর্বক ধরে মহনপুর গ্রামাস্থ একটি মাঠের জঙ্গলে নিয়ে গিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পরের দিন মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিকভাবে আসামীদের অবস্থান নির্ণয় করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।