সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল ফিতর উপলে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে পৌরসভার ৪হাজার ৬২১টি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ হতে পৌর মেয়র রেজাউল করিম রেজা পরিবার প্রতি ১০কেজি করে ওই চাল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাকির হোসেন ও পাশু সরদার উপস্থিত ছিলেন।