মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রকাশিত খবরে বিষয়টি জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিলোমিটার পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।এসময় তড়িঘড়ি করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালাইকাকে।খোপোলি পুলিশ সূত্র জানিয়েছে, সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। এ দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ।পুলিশ আরও জানায়, মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তারা কতটা আহত, তা স্পষ্ট নয়।