এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া)প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কালবৈশাখী ঝড়ে পড়ে যাওয়া গাছের কারণে আটকে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার (২১মে) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের ছাতিয়ানগ্রাম এলাকায়। এর আগে শুক্রবার (২০ মে) গভীর রাতে প্রচন্ড ঝড়ের কারণে রেললাইনের উপর গাছ ভেঙে পড়লে এই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম রেললাইনে গাছ পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার গভীর রাতে হঠাৎ সান্তাহারে ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে সান্তাহার থেকে পার্বতীপুর রেলপথের আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশনের সামনে রেললাইনের ওপর অনেক গাছ উপড়ে পড়ে। রাত সাড়ে ৩টার দিকে ঝড়ে গাছ ভেঙে লাইনে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
যার ফলে সকাল ৭টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঐ স্থানে পৌঁছানোর পর রেললাইনে ভেঙে পড়া গাছের কারণে দাঁড়িয়ে পড়ে। প্রায় ১ঘন্টা চেষ্টায় গাছ সরানোর পর ট্রেনটি নিজ গন্তব্যের দিকে ছেড়ে যায়। বর্তমানে সকল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।