এএফএএম মমতাজুর রহমান
আদমদীঘি বগুড়া প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে চাঁদ ঈদের রাতে ছিনতাইয়ের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হলো ছিনতাইকারী বাধন নামের এক যুবক। বাধন উপজেলার ছাতিয়ানগ্রামের আলিমুদ্দীনের ছেলে। এঘটনায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে।
জানাযায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের ব্যবসায়ী তবলা বাদক উজ্জল হোসেন গত ২ মে সোমবার সন্ধা সাড়ে ৭ টার সময় আদমদীঘির ছাতিয়ানগ্রামে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরার পথে ছাতিয়ানগ্রাম-তিলকপুর রাস্তার ইসুফপুর জামে মসজিদের নিকট পৌছলে ছিনতাইকারী বাধন সহ ৩/৪ জন যুবক মোটরসাইকেলের পথরোধ করে ব্যবসায়ী উজ্জলকে মারপিটে মোবাইলফোন ও নগদ ২৫০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ ছিনতাইকারী বাধনকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত টাকা-মোবাইল ফোন উদ্ধার করেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, ছিনতাইকৃত মালামাল উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।